শাখাসমূহওকার্যাবলী
শাখা | কার্যাবলী |
প্রশাসন শাখা | পৌরসভার দৈনন্দিন সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা এবং অন্যান্য শাখার বিভিন্ন কার্যক্রম তদারকি করা হয়। |
প্রকৌশল শাখা | (ক) পৌরসভার বার্ষিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা। (খ) অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে প্রকল্পের দরপত্র আহবান করা হয় এবং তাহা যথা নিয়মে বাস্তবায়ন করা হয়। |
হিসাব শাখা | পৌরসভার দৈনন্দিন হিসাব নিকাশ সংরক্ষন করা এবং সমস্ত আদায়ী টাকা যথা সময়ে ব্যাংকে জমা করা। |
স্বাস্থ্য শাখা | পৌরএলাকায় ইপিআই কার্যক্রম পরিচালনা করা, পৌরসভার জনগণের জন্ম মৃত্যু অনলাইনে নিবন্ধন করা। পৌর এলাকার সমস্ত রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পয়ঃনিষ্কাশন নিশ্চিত করা।স্বাস্থ্য সম্মত পায়খানা সরবরাহ করা। এছাড়াও মশক ও কুকুর নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS